সান ফ্রান্সিসকো, ৩ নভেম্বর: ট্য়ুইটার (Twitter) হস্তগত করার পর এবার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন এলন মাস্ক (Elon Musk)। ট্য়ুইটার অধিগ্রহণের পর এবার কর্মী ছাটাইয়ের রাস্তায় হাঁটলেন এলন মাস্ক। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথে হাঁটছেন মাস্ক। এমনই খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, ট্যুইটার অধিগ্রহণের পর এলন মাস্ক এই মুহূর্তে সেখান থেকে প্রায় ৩,৮০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন। সেই সঙ্গে ট্য়ুইটারের কর্মীদের যে ওয়ার্ক ফ্রম হোম পলিসি চলছিল, তাও খতম করতে চলেছেন মাস্ক। ট্য়ুইটারে যাঁরা চাকরি করেন, তাঁরা এবার থেকে আর বাড়িতে বসে কাজ করতে পারবেন না বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত ট্য়ুইটার অধিগ্রহণের পর প্রথমে জানা যায়, এলন মাস্ক কোম্পানি থেকে ৩৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন-সহ ওই কর্মীদের ছাঁটাই করা হবে বলে শোনা যায়। পরে ৩৭০০ থেকে মাস্ক ৩৮০০ জনকে ছাঁটাই করবেন বলে জানা যায়।
এসবের পাশাপাশি এলন মাস্ক এবার কর্মীদের বেতন কমানোর উপরও জোরদিয়েছেন। বিশেষ করে সেলস, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, লিগাল, ট্রাস্ট এবং সেফটি, এই দফতরগুলি থেকে একাধিক কর্মীর বেতন কমানো হচ্ছে বলে খবর।
ট্য়ুইটার অধিগ্রহণের পর সেখানকার বোর্ড অফ ডিরেক্টরেও এলন মাস্ক পরিবর্তন আনছেন বলে জানা যায়।