বেজিং, ২২ জুলাই: বন্যায় (Flood) ভাসছে চিনের হেনান অঞ্চল। আচমকা বন্যার জেরে হেনানের (Henan) বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়তে শুরু করেন। বাস, ট্রেন থেকে শপিং মল, নাটকীয়ভাবে চিনের (China) একাধিক এলাকায় মানুষ আটকে পড়তে শুরু করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
গত ২০ জুলাই বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত হেনানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এররপরই শহরের বিভিন্ন অঞ্চল জলে ডুবতে শুরু করে। বাজার, দোকান, ট্রেন, শপিং মল, একের পর এক জায়গা প্লাবিত হয়ে যায়। বিপদে পড়তে শুরু করেন মানুষ। সোশ্যাল মিডিয়ায় চিনের বন্যার যে বিভিন্ন ভিডিয়ো উঠে আসতে শুরু করে, তা দেখে অবাক হয়ে যান অনেকেই।
One subway entrance of line 7 in Zhengzhou collapsed on Tuesday. pic.twitter.com/uH8ybyDOPi
— Manya Koetse (@manyapan) July 20, 2021
Subway passengers trapped in the water. pic.twitter.com/IyqmKN7WEr
— Manya Koetse (@manyapan) July 20, 2021
The videos shared on Chinese social media about the floodings in Henan following the heavy rain really show the severity of the situation. These are some of them. pic.twitter.com/zZMKxvAGAX
— Manya Koetse (@manyapan) July 20, 2021
চিনের বন্যার যে ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করে, তার মধ্যে অন্যতম সাবওয়ের মধ্যে দিয়ে ট্রেন যাওয়ার সময় তাতে যাঁরা আটকে পড়েন যাঁরা, তেমনই একটি ভিডিয়ো। যেখানে ট্রেনের (Train) মধ্যে একের পর একজন দাঁড়িয়ে পড়তে শুরু করেন।