Kim Jong-Un (Photo Credit: File Photo)

রাষ্ট্রপ্রধানের শরীরের কোনও ধরনের ডিএনএ (DNA) যাতে না থাকে, তার জন্য সব ধরনের চেষ্টা করলেন কিম জং উনের (Kim Jong Un) কর্মীরা। চিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকে বসেন কিম জং উন। পুতিনের সঙ্গে বৈঠকের পর উত্তর কোরিয়ার একনায়কের কর্মীরা সেখানে থাকা চেয়ার, টেবিল মুছতে শুরু করেন। কিম যেখানে বসেছেন, তিনি যেখানে হাত কিংবা পা রেখেছন অর্থাৎ তাঁর শরীর যেখানে যেখানে স্পর্শ করেছে, সেই সব জায়গায় যাতে কোনও ডিএনএ না থাকে, তার জন্য মোছামুছি শুরু করেন কিমের কর্মীরা। চিনে কিমের বৈঠক হওয়ার পর উত্তর কোরিয়ার (North Korea)  রাষ্ট্রপ্রধানের কর্মীরা যা করেন, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হতে শুরু করে।

প্রসঙ্গত ভ্লাদিমির পুতিন যখন আলাস্কায় যান ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে, সেই সময় রুশ প্রেসিডেন্টের বর্জ সমস্ত প্লাস্টিকে ভরে সুটকেসে পুরে দেশে ফেরানো হয়। পুতিনের শরীরের কোনও বর্জ থেকে যাতে কোনও ডিএনএ সংগ্রহ করা না যায়, তার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয় রাশিয়ার তরফে।

পুতিনের পর এবার কিম জং উনের ক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করল উত্তর কোরিয়া। তাঁদের রাষ্ট্রপ্রধানের শরীরের কোনও ছোঁয়া থেকে যাতে ডিএনএ কেউ সংগ্রহ করতে না পারেন, তার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়।

আরও পড়ুন: Vladimir Putin's 'Poop Suitcase': আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক, পুতিনের নিরাপত্তারক্ষীদের হাতে ছিল 'গুঁয়ে ভরা সুটকেস', কেন জানেন

দেখুন কিম জং উনের কর্মীরা কী করলেন...