দিল্লি, ১৮ অগাস্ট: আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্রনেতার বৈঠকে কোন ধরনের কী কী আলোচনা হয়, সেদিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। তবে পুতিন এবং ট্রাম্পের (Donald Trump ) বৈঠক নিয়ে এবার এমন একটি তথ্য প্রকাশ্যে এল, যা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।
রিপোর্টে প্রকাশ, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা একটি সুটকেস বহন করেন। যে সুটকেসে ছিল পুতিনের মলমূত্র (Poop Suitcase)। শুনতে অবাক লাগলেও এমন একটি তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, পুতিনের মলমূত্র বহনের জন্য ওই সুটকেস নিয়ে যান তাঁর দেহরক্ষীরা।
রুশ প্রেসিডেন্ট সম্পর্কে কোনও শক্তি যাতে পশ্চিমী দেশগুলির কাছে না পৌঁছয়, তার জন্যই এই পদক্ষেপ করা হয় বলে খবর। পুতিনের দেহরক্ষীরা প্রেসিডেন্টের মল, মূত্র বহন করেন সুটকেসে। তারপর তা দেশে ফিরিয়ে নিয়েযান বলে খবর।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। প্রেসিডেন্টের নিরাপত্তায় যাতে কোনও ধরনের ঘাটতি না পড়ে, তার জন্য রুশ গোয়েন্দাদের তরফে একাধিক পদক্ষেপ করা হয়। আলাস্কায় বৈঠকের সময় কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন ভ্লাদিমির পুতিন।
জানা যায়, বিদেশ থাকাকালীন পুতিনের দেহরক্ষীরা বিশেষ ব্যাগে করে প্রেসিডেন্টের মল, মূত্র সুরক্ষিত রাখেন। তারপর সেই বিশেষ ব্যাগ, বিশেষ ধরনের সুটকেসে ঢুকিয়ে নিয়ে দেশে ফেরা হয়।
২০১৭ সালে পুতিন যখন ফ্রান্স সফরে যান, সেই সময়ও ওই ব্যবস্থা করা হয়। পুতিনের শরীর কেমন আছে কিংবা তাঁর শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কি না, তা যাতে কোনওভাবে বিদেশিদের কাছে প্রকাশ না পায়, তার জন্য সেবারও ওই পদক্ষেপ করা হয়। এবারও সেই একই পদক্ষেপ করা হয় পুতিন এবং ট্রাম্পের আলাস্কা বৈঠকের সময়।