Volodymyr Zelenskyy, Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ১৮ অগাস্ট: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকায় (US) পৌঁছলেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। খুব শিগগিরই যাতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শেষ করা যায়, তার জন্যও ওয়াশিংটনে পৌঁছলেন জেলেনস্কি। পুতিনের পর এবার ট্রাম্পের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি চান রাশিয়ার সঙ্গে তাঁদের যুদ্ধ শিগগিরই শেষ হোক। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের (US President) সঙ্গে সাক্ষাৎ করছেন।

আলাস্কায় পুতিনের (Vladimir Putin) সঙ্গে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ভলোদিমির জেলেনস্কি। শিগগিরই যাতে রাশিয়া, ইউক্রেনের (Russia-Ukraine War) যুদ্ধ থামানো যায়, সে বিষয়ে দুই রাষ্ট্রনেতার কথা হবে বলে জানা যাচ্ছে।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে পৌঁছনোর পর জেলেনস্কি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সে বিষয়ে স্টেটাস দেন। যুদ্ধ থামানো যায় যাতে তাড়াতাড়ি, তার জন্যই তিনি ওয়াশিংটনে হাজির হয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান।

এসবের পাশাপাশি জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের মানুষ তাঁদের নিজ ভূমের জন্য লড়াই করছেন। রাশিয়ার হাতে তাঁরা নিজেদের দেশকে কখনওই ছেড়ে দেবেন না। তাই ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এখনও ইউক্রেনের মানুষ নিজেদের দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এর আগে কিভ, খারকিভ, ওডেশায় ইউক্রেনের নিজেদের জায়গা দখল করে রেখেছে। বর্তমানে ডোনেৎস্ক এবং সামি প্রদেশেও নিজেদের রক্ষা করেছে ইউক্রনে।

কী লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেখুন...

ইউক্রেনের মানুষের নিরাপত্তার বিষয়ে তাঁরা যথেষ্ট সচেতন। তাই তাঁরা কখনও ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দেবেন না বলে জানান ভলোদিমির জেলেনস্কি।

রিপোর্টে প্রকাশ, সোমবার বেলা ৩টে নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন ইউরোপের বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে। ইউরোপের একাধিক নেতার সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পর, মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন বলে খবর।