Venus & Moon Rare Conjunction: রাতের আকাশে চাঁদ ও শুক্রের বিরল সংযোগ, দেখুন অপূর্ব সেই ঘটনার ভিডিয়ো
Photo Credits: Wikimedia commons

নয়াদিল্লি: শুক্রবার শুরু হয়েছে রমজান মাস। আর তার ঠিক প্রথম সন্ধ্যাতেই আকাশে দেখা গেল চাঁদ (Moon) ও শুক্রগ্রহের (Venus) বিরল সংযোগের (rare conjunction) দৃশ্য। যে দেখে অভিভূত হয়েছেন সবাই। চাঁদ ও শুক্রের কাছাকাছি আসার এই বিরল সংযোগের দৃশ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখেছেন অনেক মানুষ। কেউ কেউ আবার এই অপূর্ব দৃশ্যের ছবি ও ভিডিয়ো (Video) তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে (Social Media)। যার মধ্যে বেশিরভাগ ভাইরালও হয়েছে।

যাতে দেখা যাচ্ছে, রাতের পরিষ্কার আকাশে বেশিরভাগ অংশ কালো (Dark) হয়ে থাকা চাঁদের ঠিক পিছনেই জ্বলজ্বল করছে সোনালি রঙের শুক্রগ্রহ। যেন রাতের আকাশের চলছে আলোর খেলা।

শুধুমাত্র আজকের রাতেই এই দৃশ্য দেখা যাবে। কারণ আগামীকাল থেকে আস্তে আস্তে চাঁদ থেকে দূরে সরে যাবে শুক্র। ফলে সৌরজগতের এই দুটি গ্রহকে আর এত কাছাকাছি দেখা যাবে না। আরও পড়ুন: Dearness Allowance Hiked: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকদের জন্য সুখবর, জানুয়ারি থেকে বকেয়া ৪ শতাংশ ডিএ ও ডিআর দেওয়ার নির্দেশে অনুমোদন মন্ত্রিসভার

দেখুন ভিডিয়ো: