উত্তরাখন্ডের উত্তরকাশীতে টানেল বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন ৪১ শ্রমিক। তাদের উদ্ধার করার জন্য দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বাইরের থেকেও নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞদের। সেই মতো টানেলের ওপরে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে শ্রমিকদের উদ্ধারকার্যে নেমেছে বিশেষজ্ঞের দল।
তবে বাধ সেধেছে রাস্তা না থাকার কারণে। ইতিমধ্যেই বেশ কিছু মেশিন চলে এসেছে। আরও কিছু আসার কথা থকলেও রাস্তা খারাপের কারণে তা আসতে পারেনি। তাই এবার বর্ডার রোড আর্গানাইজেশনের তরফে রাস্তা তৈরী করে মেশিন নিয়ে আসার কাজ শুরু করে হয়েছে। মেশিন আসার পর নির্দিষ্ট স্থানে শুরু করা হবে ড্রিলিং।
ড্রিলিং শুরু হলেই টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকদের বের করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১২ নভেম্বর টানেলের একাংশ ভেঙে পড়ে ৪১ জন শ্রমিক আটকে পড়েন টানেলের মধ্যে।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Border Roads Organisation (BRO) is engaged in the construction of roads near the Silkyara Tunnel site to allow machines to pass through, to carry out rescue operations.
A part of the Silkyara tunnel collapsed in Uttarkashi on… pic.twitter.com/kkJQJZKLdJ
— ANI (@ANI) November 22, 2023