Photo Credits: ANI

মোদীর হাত ধরে 'ঘর ওয়াপসি' দেশের প্রাচীন মূর্তির। শুক্রবার মার্কিন সফর শেষের আগে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত থেকে চুরি হওয়া ১০০-র বেশি প্রাচীন সংস্কৃতির পুরাকীর্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। তিন দিনের মার্কিন সফর (PM Modi's US Visit) শেষ হয়েছে মোদীর। শনিবার মার্কিন সফর সেরে কায়োরর দিকে রওনা দেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবেদেল ফাতেহ আল সিসি-র আমন্ত্রণে কায়রোতে উড়ে যান তিনি। ১৯৯৭ সালের পর এটিই ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম দ্বিপাক্ষিক সফর।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ায় সেনা বিদ্রোহ, ওয়াগনার বিদ্রোহীদের বিশ্বাসঘাতক অ্যাখা রুশ প্রেসিডেন্টের, পাল্টা পুতিনকে সরানোর ডাক

মিশরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুক্রবার মার্কিন সফরের শেষ দিনে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের জন্যে ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টার ভাষণ দেন মোদী। গর্বিত গলায় এদিন মোদী জানান, 'আমি খুব খুশি যে ভারত থেকে চুরি যাওয়া ১০০ টিরও বেশি প্রাচীন মূর্তি মার্কিন সরকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর আগে ভারত থেকে সেই সমস্ত মহামূল্যবান প্রাচীন সম্পদ চুরি যাওয়ার পড়ে তা আন্তর্জাতিক বাজারে ঘোরাফেরা করেছে। তবে মার্কিন সরকারের এমন সিদ্ধান্তের জন্যে আমি তাঁদের কাছে ধন্য'।

দেখুন কী বললেন মোদী... 

মোদীর আরও সংযোজন, 'সৎ এবং অসৎ উপায়ে ওই সমস্ত প্রাচীন দেশীয় মূর্তি এতদিন আন্তর্জাতিক বাজারে হাতবদল হয়েছে। অবশেষ দেশ থেকে চুরি যাওয়া ১০০ টিরও বেশি প্রাচীন মূর্তি ফেরাতে চলেছে বাইডেন সরকার। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে'।