US : যুবককে ঘুষি মেরে পাগড়ি খোলানোর চেষ্টা নিউইয়র্কে, তদন্তে পুলিশ
Photo IANS

১৯ বছর বয়সী এক শিখ যুবককে মুখের ওপর ঘুষি মেরে তার পাগড়ি খুলে নেওয়াৈর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউইর্কের একটি মেট্রোপলিটন বাসে।

পুলিশ জানিয়েছেন যে দুজনেই ওই বাসটিকে চড়ে ছিলেন। ব্যক্তিটি ওই যুবকের পাগড়ির দিকে লক্ষ্য করে বলেছিলেন যে আমরা এখানে এটা পড়িনা।এবং মুখে ঘুষি মেরে বারবার এটা খোলার চেষ্টা করেন। এই ঘটনার পরই ব্যক্তিটি বাস থেকে নেমে যায়। যদিও নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে ওই ব্যক্তিটির।যাতে তাকে ধরতে পারা যায়।

ঘটনার নিন্দা করে আমেরিকার শিখ সম্প্রদায় এক্স হ্যান্ডেলে নিজেদের বিবৃতি প্রকাশ করেছে। এনওয়াইপিডি হেট ক্রাইম দফতরের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।জানা গেছে ২০২১ সাল থেকে ধর্মীয় বিষয়ের ওপর ঘটনা বেড়েছে প্রায় ১৭ শতাংশের মতন।এবং এফবিআইয়ের তরফে জানান গেছে এই ঘণার ক্ষেত্রে দ্বিতীয় নিশানায় রয়েছে শিখ সম্প্রদায়গুলি।