দিল্লি, ১৮ সেপ্টেম্বর: মাদক বা রাসায়নিকের পাচারে জড়িত (Drug Trafficking) কয়েকজন ভারতীয় ব্যবসায়ীদের (Indian) ভিসা বাতিল করা হয়েছে আমেরিকার তরফে। ভবিষ্যতে যদি তাঁরা আবার মার্কিন ভিসা জন্য আবেদন করেন, তাও প্রত্যাখ্যান করা হবে বলে জানানো হয়েছে। যে ব্যাবসায়ীদের ভিসা বাতিল করা হয়েছে, তাঁদের পরিবারের কোনও সদস্য মার্কিন মুলুকে প্রবেশের অধিকার পাবেন না। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের (Donald Trump) মাদকের বিরুদ্ধে লড়াইয়ের (Drug Trafficking) একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এমনই জানানো হয়েছে, ওয়াশিংটনের তরফে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩টি দেশকে অবৈধ মাদক উৎপাদন এবং পাচারের দেশ হিসেবে চিহ্নিত করেছে। ওই ২৩টি দেশের মধ্যে ভারতও রয়েছে। এই ২৩টি দেশ থেকে যাতে কোনওভাবে মাদক আমেরিকায় ঢুকতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাদক পাচারকারী কোনও ব্যবসায়ী বা তাঁদের পরিবারের সঙ্গে কেউ যুক্ত হলে, তাঁরা কেউ আমেরিকায় ঢুকতে পারবেন না।
আমেরিকার মাদক বিরোধী অভিযানে ভারতের প্রশংসা করা হয় ট্রাম্প প্রশাসনের তরফে। মাদক বিরোধী অভিযানে ভারত অবশ্যই আমেরিকার পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করা হয়।