আন্টালায় ইজরায়েলি দূতাবাসেরর বাইরে নিজেকে জ্বালিয়ে ফেললেন এক ব্যক্তি। ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীদের তত্বাবধানে ব্যক্তিকে আটকানো হয়। যদিও ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনায় নিরাপত্তারক্ষীরাও আহত হয়েছেন আগুন নেভাতে গিয়ে। জানা গেছে ওই প্রতিবাদকারী ইজরায়েলি কনসুলেটের কাছে পৌছে যান এবং নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।
ইজরায়েল হামাস যুদ্ধের মাঝে বেশ কয়েক দফায় বন্দি বিনিময় চুক্তি সম্পাদিত হয়। তবে সেই চুক্তি মাঝ পথেই ভেস্তে গিয়ে আবার বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল। তাদের অভিযোগ বন্দি বিনিময়ের মধ্যেই ইজরায়েলের রকেট হামলা শুরু করে হামাস।
দক্ষিণ গাজাতে নিজেদের যুদ্ধের গতি বাড়িয়েছে ইজরায়েলের আইডিএফ সেনা। দক্ষিণ গাজার খান ইউনুস রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপক্ষের মধ্যে ব্যপক গোলাগুলি শুরু হয়েছে এলাকায়।
এখনও পর্যন্ত ইজরায়েল প্যালেস্তাইন হামলার জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ হাজার সাধারণ মানুষ। ইজরায়েলের দিক থেকে প্রাণ হারিয়েছেন ১২০০ জন।
US: Pro-Palestine protestor sets herself on fire outside Israeli consulate in Atlanta
Read @ANI Story | https://t.co/ersFLKU861#US #Atlanta #IsraelHamsWar #Palestine pic.twitter.com/R6HExM79vw
— ANI Digital (@ani_digital) December 2, 2023