ওয়াশিংটন: গাজায় (Gaza) হামাসের (Hamas) হাতে পণবন্দি (hostages) থাকা মার্কিনি নাগরিকদের (American) পরিবারগুলির সদস্যদের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে দেখা করবেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন (US President Joe Biden)। আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক আধিকারিক। আরও পড়ুন: Video: 'আল্লাহ-র ক্রোধ থেকে বাঁচতে পারবে না ইজরায়েল..', বলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন তুরস্কের প্রতিনিধি
জানা গেছে, গত সাত অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালিয়ে সেখানে থাকা যে সমস্ত মার্কিনি নাগরিককে হামাস জঙ্গিরা পণবন্দি করেছিল। তাঁদের পরিবারগুলির সঙ্গে একান্তে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, ইতিমধ্যে জো বাইডেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকে সুল্লিভান (National security adviser)-সহ হোয়াইট হাউসের বিভিন্ন আধিকারিকরা হামাসের হাতে পণবন্দি থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। আরও পড়ুন: Make In India Bicycles At Walmart : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে উদ্ধোধন 'মেক ইন ইন্ডিয়া' সাইকেলের, ছবি পোস্ট ভারতীয় রাষ্ট্রদূতের
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত হামাসের হাতে পণবন্দিদের পরিবারগুলিকে নিয়ে অনুষ্ঠানে আদতে অনেক পণবন্দিদের পরিবার ডাক পায়নি বলে অভিযোগ করেছেন ১৯ বছর বয়সী নিখোঁজ একজন ইজরায়েলি আমেরিকান নাগরিকের বাবা।
US President Biden to meet family members of American hostages held by Hamas
Read @ANI Story | https://t.co/DjVQsX8esy#US #JoeBiden #Hamas pic.twitter.com/eu9PLMscLk
— ANI Digital (@ani_digital) December 13, 2023