ওয়াশিংটন, ১০ অক্টোবর: আর মাসখানেক পর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হোয়াইট হাউস (White House) কংগ্রেসনাল ডেমোক্র্যাটদের একটি চুক্তিতে সমঝোতার চেষ্টা করার জন্য ১.৮ ট্রিলিয়ন ডলারের আর্থিক বিপর্যয় প্যাকেজ প্রস্তুত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চলতি সপ্তাহে করোনা মহামারীর (COVID-19) কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা দেশ। তার থেকে ঘুরে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে নির্বাচনে নিজের আসন পুনরায় পাকা করতে এই সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে।
প্রশাসনের আগের ১.৬ বিলিয়ন ডলারের প্রস্তাবের চেয়ে নতুন এই প্রস্তাবটি তাদের ডেমোক্র্যাটসের শেষ প্যাকেজের থেকে একটু বেশি, যার ব্যয় ২.২ ট্রিলিয়ন। তবে ট্রাম্প, যিনি ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বিডেনের বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি দাবি করেন আরও বড় পরিকল্পনার প্রয়োজন। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৩,২৭২, মৃত্যু ৯২৬ জনের
ট্রাম্প একটি টক রেডিও হোস্ট রাশ লিমবউকের সঙ্গে সাক্ষাত্কারে বলেছিলেন, "প্রচুর লোকজন করোনায় আক্রান্ত হচ্ছেন। আমি ডেমোক্র্যাটস বা রিপাবলিকানরা যে অর্থ দিচ্ছে তার চেয়ে বেশি প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করতে চাই। প্রত্যেকের কাছে অর্থ গিয়ে পৌঁছক। এখানে তাদের কোনও হাত নেই"।
শুক্রবার সকালে ট্রাম্প টুইট করে জানান, কোভিড ত্রাণ নিয়ে আলোচনা চলছে। বড় কিছুই হবে।