Shehbaz Sharif, Donald Trump, Asim Munir (Photo Credit: X)

দিল্লি, ২৬ সেপ্টেম্বর: পাকিস্তানের (Pakistan PM)  প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Shehbaz Sharif) এবং ফিল্ড মার্শাল অসীম মুনিরের (Asim Munir) সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী এবং সে দেশের ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে বৈঠক বসে।

জানা যায়, ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফর সঙ্গে দোর বন্ধ করে বৈঠক সারেন ট্রাম্প (Donald Trump)। পাক কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয় সেই ভিডিয়ো এবং ছবি। যা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

এদিকে শুল্ক নিয়ে তরজার জেরে ভারতের (India) সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের টালমাটাল শুরু হয়েছে। ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের ৫০% আরোপিত শুল্ক দিল্লি যে একেবারেই মেনে নেবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে।

যা নিয়ে এখনও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তার মধ্যেই পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক, ভারত বিরোধিতার সলতে আরও কতটা পাকবে, সে বিষয়ে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন: Israel-Hamas War: বিশ্বের সামনে ইজরায়েলের 'মুখোশ খুলছে', গাজ়ার হয়ে হামাস নেতা ব্য়াট ধরতেই পালটা চাল প্যালেস্তাইনের, জঙ্গি গোষ্ঠীকে কোনঠাসা প্যালেস্তিনীয় প্রেসিডেন্টের

দেখুন শেহবাজ শরিফের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকার...

 

শেহবাজ়ের সঙ্গে পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরকেও দেখা যায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে...

 

এদিকে পাক প্রেসিডেন্ট শেহবাজ় শরিফ এবং ফিল্ডা মার্শাল অসীম মুনিরকে ভাল লোক বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। এমনকী শরিফের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকারে দেখা যায়, পাক প্রেসিডেন্টের অতি বন্ধুত্বের বহর। যেখানে ট্রাম্পের হাতে টোকা দিয়ে কথা বলতে দেখা যায় শেহবাজ় শরিফকে।