Israel-Hamas War: গোটা বিশ্বের সামনে ইজরায়েলের মুখোশ খুলছে এবার। আর বিশ্ব মঞ্চে ইজরায়েলের (Israel) মুখোশ খুলতে যে চড়া মূল্য প্যালেস্তাইনের (Palestine) মানুষকে দিতে হয়েছে, তার ফল এবার মিলতে শুরু করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে গোটা বিশ্বের সামনে ইজরায়েলের মুখোশ টেনে খোলা হচ্ছে। ইজরায়েল যেভাবে গাজ়ার মানুষের উপর দিনের পর দিন ধরে অত্যাচার চালাচ্ছে, তার প্রমাণ এবার পেতে শুরু করেছেন বিশ্ববাসী। তবে ইজরায়েলের মুখোশ খুলতে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। প্যালেস্তিনীয়দের চড়া মূল্য দিতে হয়েছে এর জন্য। এবার এমনই মন্তব্য করা হয় হামাস নেতা গাজ়ি হামাদের তরফে।
গাজ়ি হামাদ সম্প্রতি ইজরায়েলের হামলা থেকে নিজের প্রাণ কোনওক্রমে রক্ষা করে। ইজরায়েলের হাত থেকে নিজের প্রাণ বাঁচানোরপর এবং গাজ়ি হামাদকে দেখা যায়, ইজরায়েলকে নিয়ে নতুন করে মুখ খুলতে।
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর থেকে আইডিএফ যেভাবে গাজ়ার (Gaza) মানুষের উপর অত্যাচার করছে, তা অবর্ণনীয়। আর সেই অত্যাচার গাজ়ার মানুষ মুখ বুঝে সহ্য করেছেন। সেই কষ্ট, দুঃখ সহ্য় করেই এবার ইজরায়েলের মুখোশ গোটা বিশ্বের সামনে খোলা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করা হয় হামাস নেতার তরফে।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে হামাদ গাজ়িকে বলতে শোনা যায়, রাষ্ট্রসংঘের অধিবেশনে ইজরায়েলের বিরুদ্ধে মুখে খুলেছেন ১৯৪ জন। যা কম বড় কথা নয়। ইজরায়েল কীভাবে গাজ়ার ৬৫ হাজার মানুষকে হত্যা করেছে, তা জানতে পারছে গোটা বিশ্ব। ফলে ইজরায়েলের মুখোশ খোলার জন্য এটিই স্বর্ণ সময়। এই সময়ের জন্যই ৬৫ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন বহু মহিলা এলং শিশু। ইজরায়েলকে নগ্ন করতে, এটিই প্রকৃত সময় বলেও মন্তব্য করে হামাদ গাজ়ি।
হামাসের নিন্দায় প্যালেস্তাইন
এদিকে হামাস যখন ইজরায়েলের নিন্দায় সরব, সেই সময় প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মেহমুদ আব্বাসের গলায় অন্য সুর শোনা যায়। রাষ্ট্রসংঘের হাজির হয়ে মেহমুদ আব্বাস বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে যে হামলা হয়েছে, তাকে সমর্থন প্যালেস্তাইন করে না। প্যালেস্তাইন রাষ্ট্রের সঙ্গে হামাসের কোনও সম্পর্ক নেই বলে রাষ্ট্রসংঘরে দাঁড়িয়ে স্পষ্ট জানান মেহমুদ আব্বাস।