মিসিসিপি, ৩ সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) একটি বিমানের পাইলট (Pilot) ইচ্ছাকৃতভাবে ওয়ালমার্টের (Walmart) উপরে বিমান ফেলার (Plane Crash ) হুমকি দিচ্ছেন। মিসিসিপির (Mississippi) টুপেলোর (Tupelo) শহরের ওয়েস্ট মেনের ঘটনা। হুমকি পেতেই টুপেলো পুলিশ বিভাগ দোকানগুলি খালি করছে এবং লোকজনকে সরে যেতে বলছে। সমস্ত জরুরি পরিষেবাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, "সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এই ধরনের বিমান সংক্রান্ত বিপদ অনেক বড়।" জানা গিয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে পাইলট বিমানটি নিয়ে আকাশে চক্কর কাটছেন। আরও পড়ুন: Indian Faces Racist Remarks: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার পোলান্ড, ভারতীয় যুবককে 'হানাদার' ও 'পরজীবী' বলে অপমান করা হল; দেখুন ভিডিও

দেখুন ভিডিও:

টুপেলো বিমানবন্দর থেকে বিচক্র্যাফ্ট কিং এয়ার ৯০ নামের ছোট বিমানটিকে নিয়ে আকাশে ওড়েন তিনি। বিমানটি দুই ইঞ্জিন-সহ নয় আসন বিশিষ্ট।পুলিশ ওই পালটকে বাগে আনার চেষ্টা করছে। তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে।