Indian Faces Racist Remarks (Photo: ANI)

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) পর এবার পোলান্ড (Poland)। বর্ণবিদ্বেষের (Racism) মুখে পড়লেন এক ভারতীয়। পোল্যান্ড থেকে একজন ভারতীয়কে 'হানাদার' (Invader) ও 'পরজীবী' (Parasite) বলে অপমান করা হল। শুধু তাই নয়, ওই ভারতীয়কে ইউরোপ ছেড়ে চলে যেতে বলা হয়। এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোন শহরে শুট করা হয়েছে তা স্পষ্ট নয়। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে তিনি আমেরিকা থেকে এসেছেন। একটি মলের কাছে একজন ভারতীয় যুবককে বারবার জিজ্ঞাসা করছেন যে কেন তিনি ইউরোপে। ভারতীয় যুবক বারবার তাঁকে ভিডিও রেকর্ড করা বন্ধ করতে বললেও তিনি তা শোনেননি। ওই লোকটি বলেন, "এটি আমার দেশ, আমি ইউরোপীয়। তোমাদের মধ্যে অনেক লোক এখানে। তুমি এখানে কেন? কেন তুমি তোমার দেশে ফিরে যাচ্ছ না?"

এরপর ওই লোকটি ভারতীয় যুবককে পরজীবী ও হানাদার বলে অভিহিত করেন এবং দাবি করেন যে ভারতীয়রা ইউরোপকে নষ্ট করে দিচ্ছে। লোকটি বলেন, "ঘরে যাও, হানাদার। পোল্যান্ড শুধুমাত্র পোলিশদের জন্য।" চার মিনিটের ভিডিওটির একপর্যায়ে ভারতীয় ওই ব্যক্তি কাউকে ফোন করলেও তা ভিডিওতে শোনা যায়নি। এরপর আমেরিকান লোকটির মুখ ক্যামেরায় দেখা যায়। তিনি আবারও চিৎকার করে বলেন, "ঘরে যাও হানাদার।" আরও পড়ুন: Gotabaya Rajapaksa Returns Home: ৭ সপ্তাহ পর দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে

দেখুন ভিডিও:

এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বর্ণবাদের লজ্জাজনক প্রদর্শনের নিন্দা করেছেন। পোল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতকে ট্যাগ করে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "দয়া করে এই বর্বর এবং বর্ণবাদী আমেরিকান নাগরিককে চিহ্নিত করুন যে পোল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে তাঁর নগ্ন বর্ণবাদ প্রদর্শন করছেন।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "আমি সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে চাই যাকে এই অজ্ঞ বর্ণবাদী হয়রানি করছে। তিনি আমেরিকান, ইউরোপীয় বা পোল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করেন না। অজ্ঞতা, ধর্মান্ধতা, ঘৃণা কোনও সীমানা জানে না।"