ক্যালিফোর্নিয়া, ১৯ অগাস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ক্যালিফোর্নিয়া (California) রাজ্যে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ (Planes Collide), একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ওয়াটসনভিল (Watsonville) শহরের স্থানীয় বিমানবন্দরে দুটি বিমান একই সঙ্গে অবতরণের চেষ্টা করার পর দুর্ঘটনাটি ঘটেছে।
ওয়াটসনভিল শহরের মুখপাত্র মিশেল পুলিডো বলেছেন, ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। দুটি বিমানে মোট ৩জন যাত্রী ছিলেন। তাঁরা কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিডো বলেন, দুটি বিমানই স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ আগে ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে (Watsonville Municipal Airport) ভেঙে পড়ে। আরও পড়ুন: Kabul Mosque Blast: আফগানিস্তানের কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১, আহত ৩৩
#breaking dramatic video of a small plane crashing in #ElCajon went between the E&WB lanes of interstate 8. Reports that the pilot was injured and the person in the car clipped by the plane is ok. Watch @nbcsandiego @RamonGalindoNBC at 4 for more info or on the web. pic.twitter.com/O1TiBzSODv
— Paul makarushka (@heyguyNBC7) August 18, 2022
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।