কাবুল, ১৮ অগাস্ট: আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণের (Kabul Mosque Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১। কাবুল পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। গতকাল আফগানিস্তানের রাজধানীতে একটি মসজিদে উপাসকদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সাংবাদিকদের বলেছেন, "সন্ধ্যার নামাজের সময় মসজিদের ভিতরে বিস্ফোরণটি ঘটে, এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়।"
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশের বাড়িগুলির জানালার কাচ ভেঙে গিয়েছে। এখনও পর্যন্ত কেউ এই প্রাণঘাতী হামলার দায় কেউ স্বীকার করেনি। আরও পড়ুন: Pakistan: বন্ধুর বাবাকে বিয়েতে অস্বীকার, পাকিস্তানে কিশোরীকে দিয়ে জুতো চাটাল পরিবার, দেখুন ভিডিয়ো
#UPDATE | 21 people died and 33 people were wounded in yesterday's explosion at a mosque in PD 17, reports TOLO News quoting a spokesman for the Kabul security command https://t.co/BsXtBqnCTH
— ANI (@ANI) August 18, 2022
কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন নেতার নিহত হওয়ার কয়েকদিন পর এই বিস্ফোরণ ঘটল। ইসলামিক স্টেট গোষ্ঠী আগের হামলার দায় স্বীকার করেছিল।