Pakistan: বন্ধুর বাবাকে বিয়েতে অস্বীকার, পাকিস্তানে কিশোরীকে দিয়ে জুতো চাটাল পরিবার, দেখুন ভিডিয়ো
Pakistan Girl Made To Lick Shoes, Hair Chopped. (Photo Credits: Twitter)

ইসলামাবাদ, ১৭ অগাস্ট: বন্ধুর বাবার সঙ্গে বিয়েতে অস্বীকার করায় কিশোরীর উপর নির্মম অত্যাচারের ঘটনা পাকিস্তানে (Pakistan)। বাবার বয়সী এক ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকার করায় পাকিস্তানের ফয়সালাবাদে এক কিশোরীকে দিয়ে জোর করে জুতো চাটানো হয়। শুধু তাই নয়, বিয়েতে অস্বীকার করায় ওই কিশোরীর চুলও কেটে দেওয়া হয়। ফয়সালাবাদে কীভাবে কিশোরীর উপর অত্যাচার চালানো হয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

জিও নিউজের খবর অনুযায়ী, বাবার বন্ধু এক কারখানার মালিক ওই কিশোরীকে বিয়ে করতে চান। নির্যাতিতা কিশোরী তা অস্বীকার করতেই তাঁর চুল কেটে দেওয়া হয়। এরপর জোর করে তাকে দিয়ে জুতো চাটানো হয়। ফয়সালাবাদের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, সেখানে এক মহিলার গলা শোনা যায়।

আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্সে সংক্রমিত ৩৫ হাজার, নয়া ভাইরাসের দাপট বাড়তেই চূড়ান্ত সতর্ক WHO

ফয়সালাবাদের ঘটনা পুলিশের কানে যেতেই পরপর ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।