করোনা (Corona) গ্রাস এখনও কমেনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত এখনও থাবা বসাচ্ছে কোভিড। এবার করোনায় আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন (Jill Biden)। করোনায় আক্রান্ত হলেও, মৃদু উপসর্গ দেখা দিয়েছে জিল বাইডেনের শরীরে। হালকা জ্বর এবং ঠাণ্ডা লাগা রয়েছে আমেরিকার ফার্স্ট লেডির।
জো বাইডেন সুস্থ হওয়ার পর এবার কোভিডে আক্রান্ত জিল বাইডেন। এমনই জানানো হয় হোয়াইট হাউসের তরফে।
What a day — what a week!
Proud is an understatement. pic.twitter.com/MuDyEAS1pN
— Jill Biden (@FLOTUS) August 12, 2022