মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে (US President Elections 2024) ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ৫০টি প্রদেশের ৬টি টাইম জোনের বিশাল বড় দেশে কিছু জায়গায় ভোটগ্রহণ শেষ হয়ে, গণনা শুরু হয়ে গিয়েছে। ভারতের মত আমেরিকায় ভোট গ্রহণ আর গণনার মাঝে কোনও দিনের ফারাক থাকে না। মার্কিন মুলুকের নিয়ম হল, ভোটগ্রহণ সরকারীভাবে শেষ হলে, গণনা পর্ব শুরু হয়। আর একটি নিয়ম হল, ভোট গণনার নিয়ম তদরাকি হয় প্রদেশগুলির নিজস্ব নির্বাচনী বিধি মেনে। এই যেমন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নোটেতে ভোটগ্রহণের শেষ ভোটগণনা এখন প্রথম পর্যায়ের শেষের পথে।
সেখানে ৬টি ব্যালট গণনা শেষ। ফল দাঁড়িয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩, কমলা হ্যারিস ৩। সেখানে গতবার এখানে ৬টি ব্যালটের মধ্যে ৬টি-তেই জিতেছিলেন জো বাইডেন। ভোট গণনার এই সবে শুরু। পেনসিলভিনিয়া প্রদেশের ফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। কিন্তু সেখানে ভোট গণনার জন্য দিন দুয়েকও লেগে যেতে পারে। আরও পড়ুন-ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি কে? নির্ধারণ করল A
আসতে শুরু করেছে ফলাফলের প্রাথমিক প্রবণতা
⭐️ Of the FIRST (6) SIX Votes cast in the 2024 Election, in Dixville Notch, NH,
- The Presidential race is tied, 3 to 3,
- 5 votes went to the Republican Governor and
- 4 votes went to the Democrat House of Representative.
❓You have to wonder what these people are thinking! pic.twitter.com/bFVnuamw73
— Michaela (@MS_GhostHunter) November 5, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় মোট ৫৩৮টি ইলেকটোরাল কোলাজের ওপর। অন্তত ২৭২টি ইলেকটোরাল ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার দেখার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস, নাকি ২০২০-তে হারের পর নাটকীয় কামব্যাক করে ফের মসনদে ফেরেন ট্রাম্প।