US State Department's counterterrorism official Timothy Betts (Photo Credit: Charles Lister/ Twitter)

নিউ ইয়র্ক: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ দফতরের সন্ত্রাস দমন আধিকারিক টিমোথি বেটস (Timothy Betts)। ১২-১৩ ডিসেম্বরের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বেটস, তিনি সন্ত্রাস দমনে দফতরের ভারপ্রাপ্ত সমন্বয়ক।২০২১ সালের অক্টোবরে এই দলটি ওয়াশিংটনে মিলিত হয়। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৯-তম বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক সন্ত্রাসী হুমকি মূল্যায়ন পর্যালোচনা করা হবে, সহযোগিতামূলক দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সন্ত্রাস দমন কর্মসূচি, এবং আইন প্রয়োগ ও বিচারিক অংশীদারিত্ব জোরদার করার উদ্যোগ করা হবে, গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। ভারতে যাওয়ার আগে দুই দেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ম্যানিলায় থামতে হবে বেটসকে।। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমাগত হুমকি সহ সন্ত্রাসবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া ও জাপানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ত্রিপাক্ষিক সন্ত্রাস বিরোধী আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার জাপানে যান বেটস।