মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা। ন্যাশভিলের টেনেশিতে বন্দুকবাজের হামলায় মৃত ৩ স্কুল ছাত্র।এর পাশাপাশি মৃত আরও ৩। যার মধ্যে রয়েছেন একজন স্কুল পরিচালক, একজন শিক্ষক এবং একজন স্কুলের কেয়ার টেকার। ঘটনার পর পরই বাচ্চাদের খোঁজে স্কুলে ছুটে যান অভিভাবকরা।
যদিও আক্রমনকারী পুরুষ না মহিলা সে বিষয়ে ধন্ধ তৈরি হয়েছে।২ টি বন্ধুকের পাশাপাশি একটি হ্যান্ডগানও উদ্ধার হয়েছে আক্রমনকারীর কাছ থেকে।
সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন শ্যুটিং এই ঘটনাকে ভয়ানক দুঃস্বপ্ন বলে অ্যাখ্যা দিয়েছেন। এবং সেমি অটোমেটিক রাইফেলের ওপর নিষেধাজ্ঞার আবেদনও জানান তিনি।
পরবর্তীকালে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত ফেডারেল বিল্ডিংয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা ঘোষনা করেন বাইডেন।
A heavily armed 28-year-old fatally shot three children and three adult staffers at a private Christian school the suspect once attended in Tennessee's capital city before police killed the assailant, authorities said https://t.co/hEOkX0GpaU
— Reuters (@Reuters) March 28, 2023