Britain Prime Minister Keir Starmer (Photo Credits: X)

UK Officially Recognizes Palestine: আন্তর্জাতিক কুটনীতিতে বড় মোড়। সব জল্পনা উড়িয়ে, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। ব্রিটেনের পাশাপাশি কানাডা ও অস্ট্রেলিয়াও প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে প্যালেস্টাইনের পক্ষেই রায় দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আন্তর্জাতিক পর্যায়ে প্য়ালেস্টাইনের স্বীকৃতি ও বৈধতার জন্য এটি একটি বড় মাইলফলক। রাষ্ট্রসংঘের সাধারণ সভার (UNGA) অধিবেশন শুরুর মুখে ব্রিটেনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছে। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে ব্রিটেনের দীর্ঘদিনের অবস্থানের বদল হল। কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার সঙ্গে বৈঠকে প্যালেস্টাইনকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে চাপ দিয়েছিলেন বলে খবর। কিন্তু স্টার্মার সেই চাপ অস্বীকার করে স্বাধীন প্যালেস্টাইনের পাশেই দাঁড়ালেন।

ফ্রান্সের পর এবার ব্রিটেনের স্বীকৃতি প্য়ালেস্টাইনকে

ইউরোপের আরও একটি বড় দেশ ফ্রান্সও সম্প্রতি প্য়ালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেয়। এই স্বীকৃতি দুটি রাষ্ট্রের সমাধানের (Two-State Solution) আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। গত জুলাইয়ে ব্রিটেন সরকার জানিয়েছিল, নির্দিষ্ট শর্ত পূরণ হলে তারা প্য়ালেস্টাইনকে UNGA-এর আগে স্বীকৃতি দেবে।

দেখুন কী বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার

আমেরিকা ছাড়া G7-র সব দেশ প্য়ালেস্টাইনকে স্বীকৃতি দিল

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এদিন ঘোষণা করেন, প্য়ালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া 'প্য়ালেস্টাইনিদের অপরিহার্য অধিকার' টি ইজরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জি৭ (G7) দেশ যা এখনও প্য়ালেস্টাইনকে পৃথক রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি।

ইজরায়েলের ক্ষোভ, প্য়ালেস্টাইনি সরকারের স্বাগত

ইজরায়েল এখনও প্য়ালেস্টাইন সীমান্ত ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রসংঘ প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে বড় চাপে পড়ে যাবে ইজরায়েল। প্য়ালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের সিদ্ধান্তকে 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে স্বাগত জানিয়েছেন।স্বাভাবিকভাবেই ইজরায়েল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটি ইজরায়েলের নিরাপত্তাকে আঘাত করবে।