Photo Credit ANI

স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র যার নিজস্ব বর্ডার থাকবে ইজরায়েলের পাশে এমন প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য রাষ্ট্রসংঙ্ঘে নিজেদের অবস্থান জানাল ভারত। ভারতের পক্ষ থেকে রুচিরা কম্বোজ বিবৃতি দিয়ে জানান বিষয়টি।

রাষ্ট্রসংঙ্ঘের আলোচনায় মানবিক সাহায্য নিয়ে কথা বলার সময় রুচিরা জানান, "ইজরায়েল প্যালেস্তাইন ইস্যুতে শান্তিপূর্ণ এবং চিরস্থায়ী সমাধান চাই ভারত।ইজরায়েলের পাশে স্বাধীন, সার্বভৌম, নিজস্ব সীমানার প্যালেস্তাইন রাষ্ট্র কথা বারবার ভারত বলে এসেছে।"

পাশাপাশি এই যুদ্ধে বিরতির ক্ষেত্রে আর্ন্তজাতিকভাবে বিভিন্ন দেশ এগিয়ে এসেছেন তার প্রশংসা জানান তিনি।  ইতিমধ্যেই প্রায় ৭০ টন খাদ্য সামগ্রী, ওযুধ ও জরুরী উপকরন প্যালেস্তাইনে পাঠিয়েছে ভারত সেকথাও রাষ্ট্রসঙ্ঘে জানান তিনি।

ইতিমধ্যেই গাজায় এই সমস্যার মধ্যে ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে বিশেষ সন্মেলন হওয়ার কথা রয়েছে। উক্ত আলোচনাসভায় অংশগ্রহন করতে পারেন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি অ্যান্টনিও গায়তরেজ।

ব্রিকস ভুক্ত দেশ ভারত, রাশিয়া, চিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন এছড়া আমন্ত্রিত দেশ হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরব, আর্জেন্টিনা, ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী।