একজনের ঘোর বিপদে হাজির আরও এক ঘোর বিপদে থাকা একজন। রাশিয়ার একের পর মিসাইল, বোমায় ধ্বংস্তুপ হতে চলা ইউক্রেন পাশে দাঁড়াল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে। তুরস্ক ভূমিকম্পে উদ্ধারকাজ ও ত্রানের সহায়তায় ইউক্রেন থেকে উড়ে এলে বিশেষ দল। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহে ভূমিকম্পে হতের সংখ্যা ২২ হাজার ছাড়াল।
এখনও ধ্বংসস্তুপের তলায় অনেকে আটকে পড়ে আছেন বলে আশঙ্কা। তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়াতে ভারত সহ বিশ্বের বহু দেশ সেনা ও বিশেষ দল পাঠিয়েছে। রাশিয়ার যুদ্ধ ক্রমশ শেষ হতে থাকা ইউক্রেন তাদের ঘোর দু:সময়েও তুরস্কের পাশে দাঁড়িয়ে বার্তা পাঠাল।
দেখুন ভিডিয়ো
VIDEO: Ukrainian rescuers arrive in Turkey.
Rescuers from the Ukrainian emergency services set up a "tent city" in the city of Antakya, Turkey, to begin search and rescue operations after the deadly earthquake that claimed thousands of victims in the region pic.twitter.com/eiGET8Q269
— AFP News Agency (@AFP) February 10, 2023