Ukraine Russia War: প্রসঙ্গ ইউক্রেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে পুতিন
Vladimir Putin, Emmanuel Macron (Photo Credits: Instagram | Facebook)

মস্কো, ২৩ মার্চ:  ভলোদিমির জেলেনস্কির একের পর এক দোষারোপ রীতিমতো কোণঠাসা অবস্থায় রয়েছেন রাশিয়ান প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিন। শেষপর্যন্ত ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে জরুরি ফোনালাপ সারলেন পুতিন (Russia President Vladimir Putin, France President Emmanuel Macron)। সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ক্রেমলিনের তরফে এই মুহূর্তর রাশিয়ান ও ইউক্রেনিয়ান প্রতিনিধিদের মধ্যে যে আলাপ আলোচনা চাপানউতোর চলছে, তার সবকিছুই এদিন ইম্যানুয়েল ম্যাক্রনকে জানানো হয়েছে।

জানা গেছে, ফ্রান্সের তরফেই পুতিন ম্যাক্রনের মধ্যে বার্তালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনিতে ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, যে শুধু ইউক্রেন নয়, সমগ্র বাল্টিক স্টেট দখলে আনতে চায় ক্রেমলিন। এমন পরিস্থিতি তৈরি হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু সময়ের অপেক্ষা মাত্র।