লন্ডন, ২৯ এপ্রিল: করোনাভাইরাসের কবল থেকে কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অফিসও যাচ্ছেন তিনি। এবার আরও বড় সুখবর এল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (UK Prime Minister Boris Johnson ) জন্য। বুধবার তাঁর বাগদত্তা ক্যারি সিমন্ডস (Carrie Symonds) সন্তানের জন্ম দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যারি৷ মা এবং সন্তান দু'জনই সুস্থ আছে৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বাগদত্তার এক মুখপাত্র বলেছেন, বুধবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন সিমন্ডস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বাগদত্তা উভয়ই আনন্দিত। খবরে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী জনসন ও ৩২ বছর বয়সী সিমন্ডস মার্চ মাসে জানান, তাঁরা গ্রীষ্মের শুরুতেই নতুন অতিথি বাড়িতে আসছে তাঁদের। এই প্রথমবারের মতো কোনও অবিবাহিত দম্পতি হিসেবে তাঁরাই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন। আরও পড়ুন: White House Unfollows PM Modi: বন্ধুত্বে চিড়? নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করল হোয়াইট হাউস
করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে গত সোমবারই কাজে যোগ দিয়েছেন বরিস জনসন। এ ছাড়া সিমন্ডসেরও করোনার উপসর্গ দেখা দেয়।