UK Health Secretary Matt Hancock: প্রধানমন্ত্রীর পর এবার করোনাতে আক্রান্ত স্বাস্থ্যসচিব
(Photo Credits: AFP)

লন্ডন, ২৭ মার্চ: প্রধানমন্ত্রী বরিস জনসনের (Prime Minister Boris Johnson) পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক (UK Health Secretary Matt Hancock)। শুক্রবার বরিস জনসনের খবরটি প্রকাশ্যে আসার পরই ব্রিটেনের স্বাস্থ্যসচিবের রিপোর্ট পজিটিভ আসে। শীর্ষনেতাদের আক্রান্তের খবরটি প্রকাশ্যে আসতেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নেতা-মন্ত্রীদের আরও অনেকেই আক্রান্ত হতে পারেন করোনাভাইরাসে (Coronavirus Outbreak)।

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ৮ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও ৪০০ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন। যা কিছুটা হলেও স্বস্তির খবর। তবে ম্যাট হ্যানককের সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের শনাক্তকরণের কাজ চলছে। একটি ভিডিওতে স্বাস্থ্যসচিব জানিয়েছেন, বাড়িতেই সেল্ফ আইসোলেশনে থেকে আপাতত কাজ করছেন তিনি।

অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে এক ভিডিয়ো বার্তায় বরিস নিজেই একথা জানিয়েছেন। সে জন্য তিনি হোম আইসোলেশনে গেছেন বলেও জানিয়েছন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী বিরিস জনসনের হালকা লক্ষণ রয়েছে। নিজে আইসোলেশনে থাকবেন। ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শে তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছিল।"