ঝড়, বৃষ্টির মত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। এমন কোনও পদ্ধতি নেই যাতে ভূমিকম্প আসবে, আর সেটা অনেক আগে থেকে বলে দেওয়া যাবে। কিন্তু নেদারল্যান্ডসের বাসিন্দা ফ্র্যাঙ্ক হোগারবিটস নামের এক ভূমিকম্প গবেষক পুরো চমকে দিলেন।
গত ৩ ফেব্রুয়ারি, হোগারবিটস সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, তাঁর গবেষণা যদি ভুল না হয়, তা হলে খুব শীঘ্রই বা পরে তুরস্ক, সিরিয়া, জর্ডন, লেবাননের মত দেশে বড় মাপের ভূমিকম্প হবে। আর কী আশ্চর্য হলও তাই। সোমবার দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৭.৮ মাত্রা ভয়াবহ মাত্রার ভূমিকম্প হল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে। আরও পড়ুন-
পরপর ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ৭.৮ কম্পনের মাত্রায় ভেঙে পড়ল একাধিক বাড়ি (দেখুন ভিডিও)
দেখুন ফ্র্যাঙ্ক হোগারবেটিসের ভবিষ্যতবাণীর টুইট
Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey, Jordan, Syria, Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV
— Frank Hoogerbeets (@hogrbe) February 3, 2023
মিলে যাওয়ার পর টুইট
In the middle of the night, unfortunately, your #earthquake prediction has happened. #Turkey #Syria #Jordan #lebanon #deprem pic.twitter.com/rVfFDLYndL
— Dr. Hasan TANRISEVEN (@hasantanriseven) February 6, 2023
দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে কয়েক মিনিট পরে মধ্য তুরস্কে, ৯.৯ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব পড়ল জর্ডন, লেবাননের কিছু অংশেও। মানে পুরোপুরি মিলে যায় হোগারবেটিসের ভবিষ্যতবাণী।