সিরিয়ান কুর্দিশদের উপলক্ষ্য করে আরও একবার হামলা চালাল তুরষ্কের সেনাবাহিনী। দক্ষিণ সিরিয়াতে সিরিয়ান কুর্দিশ প্রটেকশন ইউনিটের ওপর চালানো হয় হামলা। এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালাল তুরষ্কের সেনাবাহিনী। তুরষ্কের আঙ্কারায় বিস্ফোরনের পর সিরিয়ায় কুর্দিস্থান বাহিনীর ওপর হামলা জারি রেখেছে তুরস্কের সেনা।
তুরষ্কের প্রতিরক্ষামন্ত্রক থেকে জানা গেছে এই তথ্য। হামলা চালানো হয়েছে সেনা প্রধান কার্যালয় এবং আশ্রয়স্থলগুলিতে। যেগুলিকে সন্ত্রাসবাদীদের থাকার জায়গা বলে অনুমান করছে তুরষ্কের সেনা। ১৫ টি টার্গেট ধ্বংস করা হয়েছে।
রবিবার আঙ্কারাতে (Ankara) বিস্ফোরনের পরপরই সিরিয়াতে (Siriya) দক্ষিণ অংশে হামলার সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। তুরষ্কের ইন্টেরিয়র মিনিস্ট্রির বিল্ডিংয়ে বিস্ফোরনের জেরে ২ জন মানুষ মারা যায়। আহত হয় ২ পুলিশ। ঘটনার জেরে তুরষ্কের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় দক্ষিণ সিরিয়ার কুর্দিস্থান প্রটেকশন গ্রুপের ওপর।
The Turkish military carried out airstrikes against the Syrian Kurdish Protection Units (#YPG) in northern #Syria for the second time after a suicidal bomb attack in #Ankara over the weekend, #Turkey's Defence Ministry said.
Air operations were carried out against #YPG targets… pic.twitter.com/ulTBzL5rDb
— IANS (@ians_india) October 7, 2023