Tsunami Warning: রাশিয়ার (Russia Earthquake) কামছাটকা প্রদেশে ৮.৮ মাত্রার তীব্র ভূমিকম্পের পর জাপানে (Japan Tsunami) আছড়ে পড়েছে সুনামি। মার্কিন যুক্তরাষ্ট্রেও (US) জারি করা হয়েছে সতর্কতা। সুনামির ঢেউ যখন জাপানে আছড়ে পড়েছে, সেই সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেকে যাতে সতর্ক থাকেন এবং সাবধানে থাকেন, সে বিষয়ে সতর্কতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসবের মাঝে হাওয়াইতে এক অদ্ভুদ পরিস্থিতি তৈরি হল। হাওয়াইয়ের হানালেই উপসাগর (Hanalei Bay) থেকে হঠাৎ করে সব জল উধাও হয়ে যেতে শুরু করে। তীব্র মাত্রার ভূমিকম্পের পর হাওয়াইতে সুনামি আসন্ন, তা সেখানকার মানুষ অনুভব করত পারছেন। তাই হানালেই উপসাগর থেকে হঠাৎ করে জল উধাও হয়ে যেতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ ফুট উচ্চতায় হাওয়াইতে সুনামি আসন্ন বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার তীব্র ভূমিকম্পের পর আলাস্কা, হাওয়াই, নিউজ়িল্যান্ড এবং হনলুলুতে সুনামি সাইরেন বাজানো শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ উঁচু কোনও জায়গায় চলে যাচ্ছেন সুনামির ঢেউ থেকে নিজেদের বাঁচানোর জন্য।
দেখুন হানালেই উপসাগর থেকে কীভাবে জল উধাও হয়ে যেতে শুরু করেছে দেখুন...
See the water disappear from Hanalei Bay in this time-lapse, moving over 100 feet away.
This means the tsunami has reached Hawaii after a huge earthquake.pic.twitter.com/GN95prSCVB
— States Radar (@statesradar) July 30, 2025
জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় তীব্র মাত্রার কম্পনের পর টোকাচিতে ৪০ সেন্টিমিটার অর্থাৎ ১.৩ ফুটের সুনামির ঢেউ আছড়ে পড়েছে। পাশাপাশি জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডোতেও সমুদ্রের জল দানবের রূপ নিয়ে আছড়ে পড়তে শুরু করেছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার কামছাটকা প্রদেশ থেকে জাপানের দূরত্ব বেশি নয়। ফলে রাশিয়ায় তীব্র কম্পনের পর তা যে জাপানের উপর প্রভাব ফেলবে, তা আগেই স্পষ্ট হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ প্রশাসনের তরফে জোর কদমে শুরু হয়।