ওয়াশিংটন ডিসি, ২১ জুলাই: এক চুলের জন্য আততায়ীর গুলি থেকে প্রাণরক্ষার পর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে রোখা যাচ্ছে না। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মার্কিন মুলুকে ট্রাম্প (Trump0_কে নিয়ে ঝড় শুরু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আইসলোশনে চলে যেতে বাধ্য হওয়া প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)-কে এবার আর্থিক শক্তিতে প্রথমবার টেক্কা দিলেন ট্রাম্প। আমেরিকা যুক্তরাষ্ট্রে ভোটের ময়দানে কার দিকে হাওয়া তার বড় সূচক হল প্রচারের জন্য ডোনেশন বা আর্থিক অনুদানে কে বেশী অর্থ পান, সেই বিষয়টি। সেই দিক থেকে ট্রাম্প অনেকটা পিছনে ফেলে দিলেন বাইডেনকে। ২০২৪ সালের দ্বিতীয় অর্ধে ট্রাম্প নির্বাচনী প্রচারের জন্য এখনও পর্যন্ত ৪৩১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছেন। সেখানে প্রেসিডেন্টের গদিতে বসেও বাইডেন পেয়েছেন ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার। অথচ ক মাস আগেও বাইডেনের থেকে আর্থিক অনুদানে অনেকটাই পিছনে ছিলেন ট্রাম্প।
কিন্তু পেনসিলভিনিয়ার সভায় বন্দুকবাজের হামলা থেকে কবারত জোরে রক্ষার পর দেশজুড়ে সহানুভূতির হাওয়া পাচ্ছেন ট্রাম্প। আগে যারা ট্রাম্পের সমাচোলনা করেছেন, বন্দুকবাজের কাণ্ডের পর তারাই এখন ট্রাম্পের পাশে দাঁড়াচ্ছেন। টেসলা, স্পেস এক্স, এক্সের মালিক তথা ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক রেকর্ড আর্থিক অনুদান দিচ্ছেন ট্রাম্পকে। সিএনএনের বিতর্কে ভরাডুবি হওয়ার পর বাইডেনের দিকে সমর্থনের হাত তুলে নিচ্ছেন তার দল ডেমোক্রেটরাও। ডিজনির মালিক সহ অনেকেই আছেন যারা ডেমোক্রেটদের বড় অঙ্কের আর্থিক অনুদান দেন, কিন্তু বয়সের ভারে নুইয়ে পড়া বাইডেনকে তারা আর অর্থ সাহায্য করছেন না। এতে সমস্যা বাড়ছে বর্তমান প্রেসিডেন্ট। সূত্রের খবর, বাইডেনকে নির্বাচনী লড়াই থেক সরে যেতে অনুরোধ করেছেন বারাক ওবামা, হিলারি ক্লিনটনরা। কিন্তু বাইডেন এখনও সরে যেতে নারাজ।
নভেম্বরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। তার আগে ট্রাম্পের কুলে হাওয়া লেগেছে। কিন্তু বাইডেন যদি সরে যান, তাহলে আবার ট্রাম্পের পক্ষে লড়াই কঠিন হতে পারে।