Trump Putin Alaska Meeting: আলাস্কায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিশ্বের দুই সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্টের মহাবৈঠক। আলাস্কার নেমে গিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের বিমান। তার কিছুক্ষণ পর আলাস্কায় বিমান থেকে নেমে হাত নেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে চলেছেন ট্রাম্প ও পুতিন। দ্বিতীয়বার দেশের সিংহাসনে বসার পর এই প্রথম বন্ধু থেকে সদ্য শত্রু বনে যাওয়া পুতিনের সঙ্গে সশরীরে দেখা হচ্ছে ট্রাম্পের। গত কয়েক মাস ফোনে অবশ্য বার তিনেক কথা হয়েছে। তবে ইউক্রেনের যুদ্ধ থামাতে পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গোটা দুনিয়া মনে করেছে, ইউক্রেনের এই মহাবৈঠকে সমাধান সূত্র না মিললে ট্রাম্প এবার রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন। কারণ এই বৈঠক ব্যর্থ হওয়া মানেই দেশের সমর্থকদের কাছে ট্রাম্পের কার্যত মাথাকাটা যাওয়া। কারণ তিনি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মসনদে বসার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সিংহাসনে ফেরার আট মাস হয়ে গেল, ইউক্রেনে যুদ্ধের বহর বেড়েছে।
তাকিয়ে গোটা বিশ্ব
ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা বিশ্ব তাকিয়ে একটা বিষয়ের ওপরেই। ট্রাম্পের চাপে পুতিন ইউক্রেনে যুদ্ধ থামাবেন কি? ইউক্রেনে গত সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ এবার শেষ হবে কি? ট্রাম্প-পুতিন বৈঠকের দিকে তাকিয়ে নয়া দিল্লিও। রাশিয়ার সঙ্গে তেল কেনা ইস্যুতে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বা ট্যারিফ চাপিয়ে 'শাস্তি'দিয়েছেন ট্রাম্প। মূলত পুতিনের ওপর যুদ্ধ থামানোর চাপের কৌশলেই ভারতকে অতিরিক্ত শুল্ক চাপানোর নীতি বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল হলে স্বাভাবিকভাবেই ভারতের ওপর রাগ কমবে মার্কিন প্রেসিডেন্টের।
আলাস্কায় হাজির ট্রাম্প
BREAKING: Donald Trump lands in Alaska, all dressed and ready to negotiate with Vladimir Putin. pic.twitter.com/dnvBa6LI8S
— PaulleyTicks (@PaulleyTicks) August 15, 2025
পুতিনের সামনে কী কী পথ খোলা
এখন প্রশ্ন পুতিন কি ট্রাম্পের কথা শুনবেন? পুতিনের সামনে পরিষ্কার দুটি রাস্তা খোলা-১) ট্রাম্পের কথা আর দেশের অর্থনীতির কথা ভেবে যুদ্ধবিরতিতে যাওয়া, ২) নিজের জেদ বজায় রেখে ইউক্রেন দখলের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়া আর ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া। বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, রাশিয়া এবার যুদ্ধবিরতিতে রাজি না হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। ক দিন আগে ট্রাম্প রাশিয়ার ওপর পাল্টা পরমাণু বোমার হুমকিও দিয়েছিলেন।
দেখুন আলাস্কায় পুতিনের বিমান
JUST IN: 🇷🇺🇺🇸 First Russian government jet lands in Alaska ahead of meeting between President Trump and President Putin tomorrow. pic.twitter.com/kMx5gr3QIc
— BRICS News (@BRICSinfo) August 14, 2025
আলাস্কাতেই কেন হচ্ছে মহাবৈঠক
আলাস্কা এমন একটা জায়গা যেখানে আমেরিকার সঙ্গে রাশিয়ার দূরত্ব মাত্র ২.৫ মাইল। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বৈঠক হলেও পুতিনে একেবারে দেশের ঢিল ছোড়া দূরত্বেই থাকতে পারছেন। আলস্কা টাইম জোনে রাশিয়া ২১ ঘণ্টা এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে।