ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ট্রাম্পকে। একটা সময় ট্রাম্প ও মোদীর বন্ধুত্বের কারণে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল আমেরিকার। এমনকী পরিবারকে নিয়ে রাষ্ট্রপতি থাকাকালীন ভারতেও এসেছিলেন তিনি। এবার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ফের তাঁর পরিবারের সদস্যরা আসতে চলেছে ভারতে। জানা যাচ্ছে দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর অর্থাৎ ২০২৫-এ ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প আসতে চলেছেন ভারতে।

সূত্রের খবর, তাঁদের ব্যবসার কারণেই দুজনে আসতে চলেছে। আসলে ট্রাম্প অরগানাইজেশনের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। আগামী বছর কলকাতা, মুম্বই, পুনে, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদের ট্রাম্প টাওয়ার হচ্ছে। সেগুলির উদ্বোধন করতেই ট্রাম্পের পুত্ররা ভারতে আসতে চলেছে। যদিও এখনও সফরসূচি নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না সংস্থার ভারতীয় কর্তৃপক্ষরা। সময় সামনে এলে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। তবে তাঁরা ভারতে আসছেন এব্যাপারে নিশ্চিত করেছেন সংস্থার কর্তৃপক্ষ।