Donald Trump, Volodymyr Zelenskyy (Photo Credit: X)

Trump Phone Call Zelensky: আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Sports) সঙ্গে মহাবৈঠকের পরও, রাতে ঘুমোলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পুতিনের সঙ্গে তিন ঘণ্টার মুখোমুখি দীর্ঘ বৈঠকের পর, ট্রাম্প এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-র সঙ্গে ফোনে আধ ঘণ্টা কথা বললেন। ট্রাম্প যখন জেলেনস্কিকে ফোন করছেন, তখন ওয়াশিংটন ডিসি-তে সময় রাত দুটো। ইউক্রেনের যুদ্ধ থামাতে ট্রাম্পের চোখের ঘুম উড়ে গিয়েছে। জেলেনস্কিকে ট্রাম্প জানালেন, পুতিনের সঙ্গে আলাস্কায় আর তার কী কী বিষয় নিয়ে কথা হয়েছে আর যুদ্ধ থামাতে রাশিয়া ঠিক কী কী চাইছে।  ফোনে ট্রাম্প জেলেনস্কিকে বোঝানোর চেষ্টা করেন, পুতিনের দাবি মেনে দেশের কিছুটা রাশিয়াকে ছেড়ে যুদ্ধ থামাও। জেনেলস্কি-র সঙ্গে কথা বলার আগে ন্য়াটো নেতাদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেনের যুদ্ধ থামানো খুব কঠিন কাজ, স্বীকার করলেন ট্রাম্প

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প স্বীকার করেন, ইউক্রেনে যুদ্ধ থামানো যতটা সহজ ভেবেছিলাম, তার চেয়েও অনেক কঠিন, হয়তো সবচেয়ে কঠিন এই যুদ্ধ থামানো। মার্কিন প্রেসিডেন্ট বলেন,"আমি ভেবেছিলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে সহজেই থামিয়ে দেবো। ভেবেছিলাম "সবচেয়ে সহজে সমাধানযোগ্য" হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়ে উঠল সবচেয়ে কঠিন।" প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে তিনি ক্ষমতায় আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দেখুন খবরটি

ভারত-পাকিস্তান সহ মোট ৭টি যুদ্ধ থামিয়েছি, দাবি ট্রাম্পের

ট্রাম্প এদিনও দাবি করেন, তিনি ভারত-পাকিস্তান, ইজরায়েল-ইরান সহ মোট ৭টি যুদ্ধ থামিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি যেদিকে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর আশা এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবে। ট্রাম্প একটা কথা জানেন, ইউক্রেনের যুদ্ধ তাঁর উদ্যোগে থামলে নোবেল শান্তি পুরস্কারটা তিনি পেতে পারেন।