নয়াদিল্লিঃ ৪৭ তম প্রেসিডেন্ট(President) হিসেবে দ্বিতীয়বারের মতো আমেরিকার মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আর শপথ গ্রহণ করেই অ্যাকশন মুডে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনুপ্রবেশ থেকে লিঙ্গ বৈষম্য এহেন একাধিক বিষয়ে কড়া সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এদিন শপথ গ্রহনের পর ট্রাম্প ঘোষণা করেন, এবার থেকে আমেরিকায় দু'টি লিঙ্গ থাকবে নারী এবং পুরুষ। আমেরিকায় লিঙ্গ বৈষম্যতা কমাতে এবং সমঅধিকার বন্টনের জন্য কাজ করবে মার্কিন সরকার এমনটাই জানান তিনি।
শপথ নিয়েই বড় ঘোষণা ট্রাম্পের
প্রসঙ্গত, ২০২২ সালে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের পাসপোর্টে ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে ‘এক্স’ লেখার সুযোগ দিয়েছিলেন। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দিলে এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে তাও বন্ধ হয়ে যাবে বলেই অনুমান। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন সাফ বলেন, "জোর করার কিছু নেই। দুই দেশের মধ্যে এই যুদ্ধ এবার বন্ধ করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করব আমরা। শুধু তাই নয়, ট্রাম্পের সংযোজন, "আমি যদি ক্ষমতায় থাকতাম তবে এই যুদ্ধ হতই না।"
শপথ নিয়েই অ্যাকশন মুডে ট্রাম্প ২.০
#WATCH | Washington, DC: "We are going to try and get it done as quickly as possible. The war between Ukraine and Russia would have never started if I were the President," says US President #DonaldTrump on his plans to stop the Russia-Ukraine war.
(Source: US Network Pool via… pic.twitter.com/FaLw0IFK3r
— ANI (@ANI) January 21, 2025
US will now recognise only two genders, male and female: Donald Trump
Read @ANI Story | https://t.co/dVVTnGRUtq#DonaldTrump #gender #US pic.twitter.com/BaY1SmzFlM
— ANI Digital (@ani_digital) January 21, 2025