
আচমকাই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব থেকে কাতার, সংযুক্ত আরবআমিরশাহি থাকলেও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চিরকালের বন্ধু ইজরায়েলের ছায়াও স্পর্শ করেননি। একবারও ইজরায়েলের কথাও তোলেননি ট্রাম্প। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল শুল্ক আরোপের পর নেতানিয়াহু-র সঙ্গে ট্রাম্পের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। এবার সেটা আরও স্পষ্ট হল। এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে গাজায় বসবাসকারী মানুষদের নিয়ে অন্য স্বরে কথা বলেলন। ট্রাম্প বললেন, গাজায় বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। তবে তার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার উচিত গাজাকে অধিগ্রহণ করে সেখানে স্বাধীনতার অঞ্চল গড়ে তোলার।
গাজার 'দখল' চান ট্রাম্প
এর আগে ট্রাম্প বলেছিলেন, গাজা থেকে প্যালেস্টাইনিরা চলে য়াক, সেখানে নতুন করে সাজিয়ে বড় হোটেল, শপিং নল তৈরি করবে ইজরায়ল ও তার দেশের প্রশাসন। তখন গাজা যুদ্ধে নেতানিয়াহু-র পিঠও চাপড়ে প্রশংসা করেছিলেন ট্রাম্প। কিন্তু বেশ কিছু কারণে নেতানিয়াহু-র ওপর রাগা থাকায় এখন মার্কিন প্রেসিডেন্টের মুখে গাজার অনাহারের কথা শোনা যাচ্ছে। গত কয়েকদিন গাজার ওপর আক্রমণের ধার অনেকটা বাডি়য়েছে ইজরায়েল। আরও পড়ুন-বন্ধ সিন্ধুর জল, এবার ভারতের পায়ে পড়ল পাকিস্তান, 'শান্তি চাই' বলে আবেদন শেহবাজ়ের
ট্রাম্পের মুখে গাজার অনাহার
#BREAKING Trump says 'a lot of people are starving' in Gaza pic.twitter.com/6fCKRmT5Pn
— AFP News Agency (@AFP) May 16, 2025
গাজায় একই দিনে শতাধিক মৃত্যু!
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের শেষদিনে ইজরায়েলের আক্রমণে গাজায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গাজা প্রশাসনের দাবি, গতকাল, বৃহস্পতিবার ইজরায়েলের বোমা বর্ষণে সেখানে মোট ১০৩ জনের মৃত্য়ু হয়েছে। তাদের হিসেব অনুযায়ী, গত দু বছর ইজরায়েলের আক্রমণে গাজায় মোট ৫৩ হাজারেরও বেশী মানুষ মারা গিয়েছেন। আন্ র্জাতিক মহলের হিসেবে সংখ্যাটা ৪০ হাজারের কাছাকাছি।