প্রতীকী ছবি(Photo Credits: Pixabay)

ওয়াশিংটন, ২৩ জুলাই: বৃহস্পতিবার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (global covid-19 cases) ১৫. ১ মিনিয়নের কোটা ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৮৯০। এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৫১ লক্ষ ৬৬ হাজার ৪০১ জন। এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত দেশটি হল আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ৩৯ লক্ষ ৬৭ হাজার ৯১৭ জন। করোনার বলি হয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ১৪৭ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ২২ লক্ষ ২৭ হাজার ৫১৪ জন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৮২ হাজার ৭৭১ জন।

এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট করোনা আক্রান্ত ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। চতুর্থ থানে থাকা রাশিয়াতে মোট আক্রান্ত ৭ লক্ষ ৮৭ হাজার ৮৯০ জন। দক্ষিণ আফ্রিকাতে ৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৮ জন। পেরুতে ৩ লক্ষ ৬৬ হাজার ৫৫০ জন। মেক্সিকোতে ৩ লক্ষ ৬২ হাজার ২৭৪ জন। চিলিতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৪ হাজার ৬৮৩ জন। ইংল্যান্ডে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৭ হাজার ৯৫২ জন। ইরানে ২ লক্ষ ৮১ হাজার ৪১৩ জন করোনার শিকার। স্পেনে সংক্রামিত ২ লক্ষ ৬৭ হাজার ৫৫১ জন। পাকিস্তানে ২ লক্ষ ৬৭ হাজার ৪২৮ জন। সৌদি আরবে ২ লক্ষ ৫৮ হাজার ১৫৬ জন। ইটালিতে ২ লক্ষ ৪৫ হাজার ৩২ জন করোনায় সংক্রামিত। তুরস্কে মোট করোনা রোগী ২ লক্ষ ২২ হাজার ৪০২। আরও পড়ুন-MP Minister COVID Positive: রাজ্যপাল লালজি টন্ডনের শেষকৃত্যে যোগ দিয়ে করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মন্ত্রী

অন্যদিকে ফ্রান্সে ২ লক্ষ ১৫ হাজার ৬০৫ জন করোনার শিকার। বাংলাদেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ১৩ হাজার ২৫৪ জন। কলম্বিয়ায় ২লক্ষ ১১ হাজার ৩৮ জন করোনা আক্রান্ত। জার্মানিতে ২ লক্ষ ৪ হাজার ২৭৬ জন। আর্জেন্টিনায় করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার ৯০০ জন। কানাডায় ১ লক্ষ ১৩ হাজার ৭৯০ জন। কাতারে ১ লক্ষ ৭ হাজার ৮৭১ জন করোনা রোগী রয়েছেন।