ভোপাল, ২৩ জুলাই: প্রয়াত রাজ্যপাল লালজি টন্ডনের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এবার করোনায় আক্রান্ত (covid-19 positive) হলেন মধ্যপ্রদেশ সরকারের এক মন্ত্রী। শুধু শেষকৃত্যেই নয়, তার আগে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন ওই কোভিড পজিটিভ মন্ত্রী। করোনা ধরা পড়ার পরেই তাঁকে ভোপালের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টন্ডন। শারীরিক অবস্থার ক্রমাবনতির জন্য শেষ কয়েকদিন ধরে লালজিকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। প্রস্রাবের সমস্যা ও ধুম জ্বর নিয়ে গত ১১ জুন স্থানীয় মেদান্ত হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল লালজি টন্ডন। পরে পরীক্ষা করে জানা যায়, প্রস্রাব ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন তিনি। আরও পড়ুন-Shovan Chatterjee: লক্ষ্য একুশের ভোট, পদ্মশিবিরের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শোভন চ্যাটার্জি?
A Cabinet minister in Madhya Pradesh government has tested positive for COVID19. He took part in state Cabinet meeting yesterday and also attended the last rites ceremony of Governor Lalji Tandon. He has been admitted to a hospital in Bhopal.
— ANI (@ANI) July 23, 2020
গত ২২ জুলাই এক সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ভোপালে সম্পূর্ণ লকডাউন জারির কথা বলেন। জানান, আগামী ২৪ জুলাই শুক্রবার রাত আটটা থেকে ১০ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনে যাবে ভোপাল। মূলত হু হু করে সংক্রমণ বাড়তে থাকায় এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গেও এই একই কারণে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ও শনিবার ২৫ জুলাই রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন বলবৎ হয়েছে। এই দুদিন শুধু দুধ ও ওষুধের মতো জরুরি পরিষেবা ছাড়া কিছুই মিলবে না।