Sunita Williams (Photo Credit: X)

দিল্লি, ২০ নভেম্বর: সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্লাচ উইলমোরের (Butch Wilmore) প্রস্রাব এবং ঘাম রিসাইকেল করে তা দিয়ে পরিশ্রুত জল তৈরি করছে ইন্টারন্যাশানা স্পেস স্টেশন (The International Space Station)। গত ৫ মাস ধরে ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং ব্লাচ উইলমোর। একাধিক কারণে এই মুহূর্তে তাঁদের ফিরিয়ে আনতে পারছে না নাসা। ফলে ৫ মাস যাবৎ ইন্টারন্যাশানা স্পেস স্টেশনে সুনীতা উইলিয়ামসরা থাকায়, তাঁদের ঘাম এবং প্রস্রাব পরিশ্রুত করে পানীয় জলে পরিণত করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের তরফে সম্প্রতি এমন খবর প্রকাশ করা হয়।

ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্লাচ উইলমোর সম্প্রতি পিৎজা, চিকেন রোস্ট, স্প্রিম্প ককটেল দিয়ে বনভোজন পালন করেন বলেও খবর মেলে। গত ৫ মাস ঘরে ফিরতে না পারায় সুনীতা উইলিয়ামসের শরীর যে ভেঙেছে, তা তাঁদের ছবি থেকেই স্পষ্ট। তবে নাসার চিকিৎসকরা ক্রমাগত সুনীতা উইলিয়ামস এবং ব্লাচ উইলমোরের শরীর, স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। আর এবার আটকে থাকা দুই মহাকাশচারীর প্রস্রাব এবং ঘাম থেকে পরিশ্রুত জল তৈরি করে তা তাঁদের পানযোগ্য করা হচ্ছে বলে খবর।

জানা যাচ্ছে, এই মুহূর্তে ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে খাবারের কিছুটা খামতি রয়েছে। তবে তা দিয়েই পেট ভরাচ্ছেন সুনীতারা। সকালে সিরিয়াল এবং গুড়ো দুধ মিশিয়ে যেমন তাঁরা প্রাতঃরাশ সারছেন, তেমনি টুনা, মাংস কিংবা পিৎজা প্রায় সবকিছুই এখনও ইন্টারন্যাশানাল স্পেস সেন্টারে রয়েছে বলে খবর।