Cyclone Mocha (Photo Credit: Twitter)

যে মোকা আছড়ে পড়ার আতঙ্কে কয়েক দিন আগে দিন কাটাচ্ছিল পশ্চিম বাংলাবাসী। সেই মোকা (Cyclone Mocha) মায়নমারের (Myanmar) বড় ক্ষতি করে দিল। গত রবিবার মায়নামারের উপকূলবর্তী অঞ্চলে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মোকা। মায়নমারে মোকায় মৃত্যু বেড়ে ১৪৫, আহত তিন শতাধিক। এমন কথাই জানাল মায়নমারে প্রশাসন।

উদ্ধারকাজ ঠিকভাবে হওয়ায় অন্তত দুশো জনের প্রাণ বাঁচানো সম্ভব বলে দাবি প্রশাসনের। মোকা আঘাত হানার আগে উপকূলবর্তী অঞ্চল থেকে ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।  আরও পড়ুন-পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে লুকিয়ে 'জঙ্গি'? আটক ৬

দেখুন টুইট

মায়ানমারের জুন্টা প্রশাসন জানালো, মোকায় সবচেয়ে বেশী রোহিঙ্গাদের মৃত্যু ও ক্ষতি হয়। বাংলায় না এসে দিক পরিবর্তন করে মোকা ঘুরে গিয়েছিল মায়ানমার ও বাংলাদেশে। মায়নামার মোকার আঘাত সবচেয়ে বেশী পেয়েছে।