দিল্লি, ১৯ মে: ইমরান খানের (Imran Khan) লাহোরের (Lahore) জামান পার্কের বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে। এমন দাবি আগেই করা হয় পাকিস্তান পুলিশের তরফে। সেই কারণে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলা হয়েছে বলেও জানানো হয়। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জামান পার্কের বাড়ি থেকে সম্ভাব্য ৬ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি পাক পুলিশের। ইমরান খানের বাড়ি থেকে ওই ৬ জঙ্গি পালানোর চেষ্টা করছিল। পালানোর সময়ই পাক পুলিশের তরফে সম্ভাব্য ৬ জঙ্গিকে আটক করা হয় বলে দাবি। ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তান জুড়ে যারা অশান্তি শুরু করে, তাদের মধ্যে একাধিক জঙ্গি ছিল বলে দাবি করা হয় পুলিশের তরফে। শুক্রবারের আচকের পর মোট ১৪ জনকে এই ঘটনায় পাকড়াও করা হল বলে দাবি।
বৃহস্পতিবার থেকেই ইমরান কানের বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে জঙ্গি লুকিয়ে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এরপরই জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয় ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়ি-সহ সংলগ্ন এলাকায়।