করোনাভাইরাস(Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি: করোনার থাবায় মার্কিন মুলুকে দৈনিক মৃত্যু (US COVID-19 Death) ৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেল। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে করোনার মহামারী শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত আমেরিকায় ৩ লাখ ৮০ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। ওই দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৭৬৬-রও বেশি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের দুই সদস্যের শরীরে মারণ ভাইরাসের জীবাণু মিলেছে। আক্রান্তদের মধ্যে একজন রিপাবলিকান, যিনি মাস্ক পরতে নারাজ এমনকী গত সপ্তাহে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের উদ্দেশে মশকরা করতেও ছাড়েননি তিনি। এক টুইটে ডেমোক্রেটিক কংগ্রেস উওম্যান প্রমীলা জয়পাল বলেছেন, “ঘটনার দিন অন্যান্য সাংসদদের সঙ্গে একটা নিরাপদ জায়গায় প্রায় বন্দি হয়েছিলেন। এবংতারপরেই করোনায় আক্রান্ত হলেন।” আরও পড়ুন-Viral: জইশ জঙ্গির গ্রেপ্তারির খবরে বিরুষ্কার ছবি, সংবাদপত্রের বড়সড় ভুল ভাইরাল

গত সপ্তাহে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সিয়েটেল প্রকল্পে ইনস্টিটিউট হেলথ মেট্রিক্স ইভলিউশন জানিয়েছে যতই প্রতিষেধক আসুক না কেন আগামী বসন্তের মধ্যে আমেরিকায় ৫ লাখ মানুষের মৃ্ত্যুর কারণ হবে করোনাভাইরাস।