দিল্লি, ১ জুলাই: থাইল্যান্ডের (Thailand) প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে (Paetongtarn Shinawatra) বরখাস্ত করা হয়েছে। থাইল্যান্ডের আদালতের (Thailand court) তরফে পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করার খবর এসেছে। পায়েতংটার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পায়েতংটার্ন সংবিধান লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে সে দেশের আদালতের তরফে।
রিপোর্টে প্রকাশ, পায়েতংটার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রভাবশালী প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বেশ কিছু সংবেদনশীল কথাবার্তা বলেন। রাজনৈতিক সংবেদনশীল কথাবার্তা হুন সেনের সঙ্গে পায়েতংটার্নভাগ করে নেন বলে অভিযোগ। দেশের নিরাপত্তার দিকে খেয়াল না করেই পায়েতংটার্ন ওই সমস্ত আলাপচারিতা অন্য দেশের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কীভাবে ভাগ করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
পায়েতংটার্নের জায়গায় উপপ্রধানমন্ত্রীকে দিয়ে এই মুহূর্তে কাজ চালানো হবে বলে জানা যাচ্ছে। পায়েতংটার্নকে বরখাস্ত করার বিষয়ে এই মুহূর্তে সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।