Tesla Flying Car. (Photo Credits:X)

Tesla Roadster Flying Car: এবার সোজা রাস্তা থেকে আকাশে উড়বে টেসলার গাড়ি? তিনি বেশ কিছু অসম্ভবকে সম্ভব করছেন। আবার অনেক বড় বড় দাবি করেও বাস্তবে কিছুই করতে পারেননি। দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক এবার ইঙ্গিত দিয়ে দাবি করলেন, তাঁর গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার প্রোডাক্ট 'রোডস্টের'আকাশে উড়তে পারবে। মানে টেসলার গাড়ি রাস্তায় মসৃণ গতিতে রাস্তায় ছুটবে, আবার প্রয়োজনে 'ফ্লাইং কার'হতে পারবে টেসলার রোডস্টের। এক পডকাস্টে মাস্ক দাবি করলেন 'টেসলা রোডস্টের'-এর ডেমো এমন হতে চলেছে, যা দেখলে কেউ কোনওদিন ভুলতে পারবে না। এর সঙ্গে মাস্ক বললেন, তাঁর বন্ধু পিটার থিয়েল একবার বলেছিলেন ভবিষ্যত হল ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি।"তাঁর কোম্পানির উড়ন্ত গাড়ি নিয়ে মাস্ক জানালেন, ‘অপেক্ষার আর বেশি বাকি নেই!’

অবিশ্বাস্য প্রোডাক্ট ডেমো আসছে, দাবি টেসলা সিইও ইলন মাস্কের

"আমরা রোডস্টেরকে সবার সামনে দেখানোর খুব কাছাকাছি পৌঁছে গেছি। একটা কথা নিশ্চিত বলতে পারি টেসলার রোডস্টেরের প্রোডাক্ট ডেমো আপনি কোনওদিন ভুলতে পারবেন না। এটা সম্ভবত ইতিহাসের সবচেয়ে স্মরণীয় গাড়ির লঞ্চ হতে চলেছে। আশা করছি, চলতি বছর শেষের দিকে সবাই এটা দেখতে পাবেন।"প্রসঙ্গত, গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি কোম্পানি ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি সামনে এনেছে। তাদের মধ্যে একটি এতটাই সহজে চালানো যায় যে কোনওরকম ট্রেনিং ছাড়া যে কেউ সেই ফ্লাইং কার ওড়াতে পারবেন। আর সেগুলির দামও আকাশছোঁয়া নয়। নিত্যনতুন চমকপ্রদ প্রোডাক্ট এনে চমকে দেওয়ার অভ্যাস রাখা মাস্কের চোখ এবার ফ্লাইং কারে। বছরখানেকের মধ্যে টেসলার বিক্রি রেকর্ড কমে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন থেকে সরকারি পদ থেকে বেশ কিছু যুক্তিহীন সিদ্ধান্ত এবং তাঁর কিছু ভিত্তিহীন মন্তব্যের কারণে মাস্কের জনপ্রিয়তা তলানিতে ঠেকার প্রভাব টেসলার বিক্রিতে পড়েছে। আমেরিকার পাশাপাশি ইউরোপেও টেসলা নিয়ে আগ্রহ কমেছে। তাই টেসলার ইলেকট্রিক গাড়ি বিক্রি বাড়াতে এবার 'ফ্লাইং কার'ই ভরসা ইলনের।

দেখুন টেসলা ফ্লাইং কার নিয়ে কী দাবি করলেন মাস্ক

মাস্কের দাবির রেকর্ড

মাস্কের কোম্পানি স্পেসএক্স প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট দিয়ে ইতিহাস তৈরি করেছে। তেমন দাবিটা এক সময় মাস্ক করেছিলেন। সেটা বাস্তবে হয়েছে। কিন্তু ২০৩০-র মধ্যে মঙ্গলে মানুষের পাকাপাকি বসতি গড়া থেকে টেসলার সাইবার ট্র্যাকের বড় ফিচার কিংবা রোবট, এক্স (আগে বলা হত টুইটার) নিয়ে মাস্ক এমন সব বড় বড় দাবি করেছেন, যা বাস্তবে একেবারেই হয়নি।

চিনের এক কোম্পানির ফ্লাইং কার

সমালোচকরা বলেন, শেয়ার বাজারে নিজের কোম্পানির দর বাড়াতে মাঝে মাঝেই মাস্ক এমন বড় স্বপ্ন দেখান। এবার দেখার টেসলার রোডস্টের ঠিক কতটা সফল হয়।