Hayat Hotel in Mogadishu. (Photo Credit - Hayat Hotel)

মোগাদিশু, ২০ অগাস্ট: সোমালিয়ার (Somalia) রাজধানী মোগাদিশুতে (Mogadishu)  হায়াত হোটেলে (Hayat Hotel) হামলা চালাল আল-শাবাব জঙ্গিরা (Terrorist group Al-Shabab)। দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু চলছে। এখনও পর্যন্ত ৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে খবর। গভীর রাত পর্যন্ত হোটেল থেকে ৯ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এক পুলিশ আধিকারিক বলেন, "হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা হামলা হয়। একটি বিস্ফোরণ হোটেলের গেটে আঘাত করে। জঙ্গিরা হোটেলের ভিতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।" নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হায়াত (Hayat) হল মোগাদিশুর একটি জনপ্রিয় স্থান, যেখানে অন্যান্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। দেশি, বিদেশি সরকারি কর্মকর্তাদের ভিড় এই জায়গায় লেগেই থাকে। আরও পড়ুন: Ethiopian Airlines Pilots Fall Asleep: বিমান উড়ছে ৩৭ হাজার ফুট উঁচুতে, দুই পাইলটই ঘুমে বিভোর; এরপর যা হল...

আল-কায়েদার (Al-Qaeda) সহযোগী সংগঠন আল-শাবাব ধরে এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন হামলা চালাচ্ছে। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার অনেকটা অংশ নিয়ন্ত্রণ করে। তারা সোমালিয়ার নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায়। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের একটি বাহিনী মোগাদিশু থেকে আল-শাবাব যোদ্ধাদের বিতাড়িত করেছিল, কিন্তু সশস্ত্র গোষ্ঠী এখনও গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে।