কাবুল, ১১ সেপ্টেম্বর: মার্কিন সেনাদের (USA Army) ছেড়ে যাওয়া হেলিকপ্টার (Helicopter) ওড়াতে গিয়ে আফগানিস্তানে (Afghanistan) মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul)। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে তালিবানদের (Taliban) প্রশিক্ষণের সময় মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারটি (Black Hawk Helicopter) ভেঙে পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, "একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যার কারণে ভেঙে পড়েছে। তাতে ৩ জনের মৃত্যু হয়েছ। ৫ জন আহত হয়েছেন।" আরও পড়ুন: Whale Strike: তিমির সঙ্গে ধাক্কায় বোট উল্টে পাঁচ জনের মৃত্যু
দেখুন ভিডিও:
These Black Hawk helicopters, once donated to the Afghanistan National Army, are now in hands of the Taliban group. pic.twitter.com/XmBTWko22J
— Parwiz Kawa (@parwizkawa) September 11, 2022
মাত্র এক বছর আগে মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যায়। দেশটির পুরোপুরি দখল নিয়ে নেয় তালিবানরা। মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া কিছু বিমানের নিয়ন্ত্রণ পায় তারা। তবে, কতগুলি হেলিকপ্টার ওড়ার অবস্থায় আছে তা স্পষ্ট নয়। আফগানিস্তান ছাড়ার আগে মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক হার্ডওয়্যার ধ্বংস করে দেয়। বেশ কিছু হেলিকপ্টার সরিয়ে নিয়ে যাওয়া হয় মধ্য এশিয়ার দেশগুলিতে।