ওয়েলিংটন, ১০ সেপ্টেম্বর: নিউ জিল্যান্ডের ওয়েলিংটন থেকে কিছুটা দূরে এক সমুদ্রে উল্টে গেল ২৮ ফুটের যাত্রীবাহী একটি বোট। কয়েকটি কুঁজো তিমি (Humpback Whale)-র সঙ্গে ধাক্কায় ১১জন যাত্রী থাকা সেই বোটটি উল্টে যায় বলে পুলিশ জানায়। বোটটি উল্টে যাওয়ায় পাঁচজনের সলিল সমাধি ঘটে। কপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানে ৬জনকে বাঁচানো সম্ভব হয়।
গভীর জল থেকে উদ্ধার করে আনার বোটের ৬জন যাত্রীকে ক্রাইস্টচার্চের হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তাদের মধ্যে একজন জানান, বোটটি বেশ চলার সময় কয়েকটি তিমি আচমকা জল থেকে মুখ বের লাফাতে শুরু করে। আর তিমির সঙ্গে সংঘর্ষে তাদের বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ জানায়, বোটটি যেখানে উল্টে যায় সমুদ্র সেই অংশে তিমির সংখ্যা অনেক। আরও পড়ুন-মহিলার বাথরুমে বাথটবে শুয়ে ১২ ফুটের পাইথন, দেখুন ভিডিও
দেখুন টুইট
Five people in New Zealand have died after the small charter boat they were aboard capsized in what may have been a collision with a whale. https://t.co/vyFNHdqc5O
— The Associated Press (@AP) September 10, 2022
সমুদ্রের জল এত ঠান্ডা ছিল উদ্ধারকাজ বেশ কঠিন ছিল। এই ঠান্ডা জলে বেশিক্ষণ কারোপক্ষেই বাঁচা সম্ভব ছিল না। কী করে সেই বোটটি তিমির আধিক্য থাকা অঞ্চলে যাওয়ার অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।